যা কিছু ভুল তা মিথ্যেও নয়
on 08 December, 2009 Posted by
Unknown
একটা জীবণ পর্যাপ্ত নয় স্বপ্নকে আকার দিতে। একশ বছর আয়ু ফুরিয়ে যাবে চোখের নিমেশে। আমার চাহিদার থেকে সক্ষমতা বোধহয় কম। তাই সময় গুনতে থাকি, কাজের কাজ কিছুই করা হয়েওঠেনা। সময় আপেক্ষিক, তাই জীবনের নির্ন্তর চলতে থাকাও আপেক্ষিক। সব বুঝেও অবুঝের মতন সময়ের দোহাই দিতেই থাকি আমরা। আমিও। একশ বছর থেকেও এক বছর অনেক বেশী সময়, যদি কর্মের প্রতি একান্ত আনুগত্ত্য থাকে।
বিগত এক বছরের ক্লান্তিতে বিশ্রামের অবকাস নেই আজ। ফিরে দেখার সময় ভুলের সহজ সমীকরণটাই অস্বিকার করেছি বার বার। যা কিছু ভুল বলে ত্যাগ করেছি, তা কখনই মিথ্যে ছিলনা। কার্যত কোনো ভুলের জন্য সময়ের কাছে ক্ষমা চাওয়া হয়ে ওঠে না। ভুল করেছি বুঝতে পারলে, যতটা সম্ভব সুধরে নেওয়া উচিৎ বলেই আমার মনে হয়।
লক্ষ্য যখন বেছেনেওয়া হয়েছে, তখন আর পথের ক্লান্তীর কথা ভেবে পিছিয়ে যাওয়ার কোনো মানে হয়না। সময় প্রতিবন্ধক ধ্রুবক নয়। সময় একটি ধারনা মাত্র। ক্লান্তী আসে সময়ের সাথে সাথে। তাহলে সময়ের মতই ক্লান্তীও একটি ধারনা মাত্র। তাই ক্লান্তীতে লক্ষ্যভ্রষ্ঠ হয়ে বেচেথাকা সম্ভব। কিন্তু তাতে মানব জীবনের অবমাননা করা হয়।
RSS Feed
Posted in