শেষের মানুষ


___এক___
আনেকের জন্য অনেকের সাথে থাকা মানুষের মাঝেও কেউ কখনই কারও হতে পারেনা। তবুও চাহিদার অন্ত নেই। লোভের শেষ নেই। প্রতিটা দিন নিজেকে টিকিয়ে রাখার দায়ে আমরা সবাই মসগুল। কখন ভালোবাসা, কখন মায়ার টান, জীবনের রসদের মধ্যে থেকে ছিনিয়ে নিয়ে যায় প্রানের সম্পদ- মন। বাঁচার রাস্তা মসৃণ হয়কি তাতে মনুষ্যত্বের। কিই বা আশে? কিই বা যায়?... অনেকের সাথে থাকা মানুষের মতন পশুরাই কাঁদে, রাতের অন্ধকারে রাস্তার কুকুরের মতন। জীবন তবুও নরক হয়ে যায় না। আশা তবু জেগে উঠে মনে, কখন মায়ার বন্ধনের খোজে, চুষে নেয় ভালোবাসার টান, বৃষ্টিতে ভিজে যায় মনুষ্যত্বের বীজ আবার।
প্রকৃতির অপারত্বের অর্থহীন চক্রের সাথে নিজেকে তুলনা করতে চায় মানুষ। প্রকৃতি যখন নীল গ্রহটাকে ছাড়িয়ে অনন্ত আলোক বিন্দুতে মিলেমিশে এক হয়ে যায়। অনিয়মের নিয়মে ছোট্ট এক একটি একক অন্য একটা মানুষের মতন হয়ে যায়। মনুষ্যত্বের ভীরের সবাই নিজের বিশ্বের শেষের মানুষ হয়ে প্রকৃতিতেই মিশে যায়।
___দুই___
আমরা নিজের ভালোটাই বুঝে নিলেই বোধ হয় অন্যেরো ভালোই হবে। নিজেরটা বুঝে অন্যের ভালো করার নাটকের থেকে, সার্থপরের সুনামটা অনেক নিরিহ। একদম মিছিলের শেষের মানুষের মতন।