Avatar সত্যি অবতার
on 21 December, 2009 Posted by
Unknown
এই মুহূর্তে আমাদের কাছে universal truth কি কি হতে পারে?- এই ধরনের একটা প্রশ্নের সন্মুখিন হয়ে আমরা অনেকেই। উত্তর খুজতে কয়েক জন ধর্মের দিকে, অনেকেই প্রকৃতির ছন্দের আনন্দের সাথে বিজ্ঞান, পর্যবেক্ষন, শীল্পে সাহিত্যে, সাধনায় খুজেছে। একবার ভেবে দেখুন আপনিও কোনো একটি আথবা একাধিক দিক দিয়ে জীবনের ভাবনার খিদেটাকে মেটান। মানবীক ধ্যান ধারনার প্রাথমিক বৈশিষ্টের একটি। আমার ধারণা "-চিন্তায় মানুষ ভগবান"।
একটু বিজ্ঞানের বই থেকে শুরু করে মহাপুরুষের জীবনী, টিনটিন, শুকতারায়। তারপরে শিক্ষার বিশ্বাসে ধিরে ধিরে সত্য আর মিথ্যার অস্থির কার্ডিয়গ্রাফ, মানুষের মানবীক বিশ্বাস। শিক্ষাটা কি? আমরা যা বোঝার চেষ্টা করি তাই আমাদের শিক্ষা। আমরা কি বোঝার চেষ্টা করেছি মানুষ হিসাবে? সত্যের রুপ। সত্যের আকার, প্রকার, ব্যাবহার সবকিছুই বুঝতে চেষ্টা করেছি। তাহলে কি, যেসব বিষয়ে সুত্র ছকেছি, প্রমান করার চেষ্টা করেছি সত্যের অস্তীত্ব। প্রমান পেলেই universal truth, আমাদের অনেকেই সেটাকেও স্বীকার করতে পারেনা।
আজকে এই মুহুর্তে চিরন্তন সত্য বলে যা বিশ্বাষ করে বেঁচে আছি। তা আগামীতে ভুল বলে প্রমান হবেনা এটা বলা নিতান্তই অপ্রাকৃতিক হয়ে যায়।
RSS Feed
Posted in