আজ বসন্ত
on 25 March, 2010 Posted by
Unknown
তাই ভাবছিলাম আরেকটা বসন্ত আমার পরীক্ষা দিতে দিতেই কেটে যাবে। এটা ঠিক বোর্ড বা ইউনিভার্সিটি ধরনের সার্বজনীন পরীক্ষার মত না। এটা প্রকান্ড, বড্ড ব্যাক্তিগত, নিজেকে সঠিক প্রমান করার পরীক্ষা।
জীবনের তিরিশতম বছরটাতেও আমি আমার ছাত্র ছাত্রসুলভ চর্চাকেই আপন করে নিয়েছি। এবার পালা করে তবেই আবার নতুন শ্রেনীতে ওঠা যাবে। ব্যাবসায়ী শ্রেনী।
মেঘলা হাওয়ায় সুষ্কতা হারিয়ে যায়নি এখনো, পাতা ঝরার বিকেল গুলো ঠিক আগের মতই। তিস্তা পাড়ের ধুলো ওড়ে আগের মতই।
আমার বাড়ির একতলা ছাদের উপর শুকনো পাতার ঝুমুর এখনো আগের মতই। আর কচি পাতাগুলোয় প্রানের ঊচ্ছাস। আমি কান পেতে শুনি- দূরে কোথাওবা একটা কুকুর কিছু একটা বলছে, আর অন্য কুকুরেরা সারা দিচ্ছেনা কেন...(?)
যাই হোক ধুলো উড়লো, পাতা ঝরল অনেক, তবু অন্ধকারে ছাদে হলকা হাওয়ায় ঘোলাটে আকাশ... নিজেকে কেমন যেন পরীক্ষার্থী ছাত্র বলে মনে হয়। শিশু অবস্থায় ছাত্র বানিয়েছে জীবন। এখনো রোজ রোজ নতুন অধ্যায় শিখি...।
RSS Feed
Posted in