Let it be- The Beatles (এরকম যদি থাকে তবে ক্ষতিটাই বা কি? - let it be)

বিটলস এর জন লেনন এর গান নিয়ে একটা গীতীনাট্য দেখেছিলাম- "Across the Universe". অসাধারণ ছন্দের মধ্যে দিয়ে লেলনের জীবনটাই রুপকথার রংদিয়ে আঁকা। লেলনের Biography আগেই পরেছিলাম, তবুও নতুন করে ভাবতে শেখাল আমাদের "বিটলা পোলারা" জন লেলনের গ্রুপ The Beatles
আমার ছোটোবেলার পাড়ায় বয়স্করা দুষ্টু অবাধ্য বাচ্চাদের বিটলা, বিটল পোলাপান বলে বকতেন। তখন বুঝিনাই, পরে বুঝতে পারলাম The Beatles থেকেই বিটল বা বিটলা কথাটি এসে থাকতে পারে। আর আমার কাছেও বিটলস একটা অসম্ভব অবাধ্যতায় ভালবাসার সৃষ্টি থেকে শীল্পকলা। কখন যুদ্ধের ইতিহাসের ছবি, কখনবা কোলে মাথারেখে বোবা ভালোবাসা, কখনবা একাকিত্বের আনন্দে পথচলার ছেঁড়া জুতা। 
বাঁচার তাগিদেই অনেক বার মন্ত্রের মতন অস্ফুটে উচ্চারণ করেছি-  Let it be
When I find myself in times of trouble // Mother Mary comes to me // Speaking words of wisdom, let it be.
জীবনটা সহজ করে বিশ্বাস। একি ভাবে- বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদুর। জীবনের প্রতি কর্তব্যের বোঝাপরা, না শেষ হয় কখনো। তাই নিভৃতে প্রার্থনা করে মানুষ। ঈশ্বরের ছায়ায় বসে শিখে নিতে চায় বিশ্ব-জ্ঞানের প্রকৃত মৌলিক সমাধান সুত্রের নামতা। 
And in my hour of darkness // She is standing right in front of me // Speaking words of wisdom, let it be. // Let it be, let it be. // Whisper words of wisdom, let it be.

প্রাগৈতিহাসিক দুই পায়ের পশুরা ক্ষমা করতে শিখেছে, শিখেছে ভালোবেসে আগুন জ্বালাতে, মানুষ হয়ে উঠেছে চেতনা। একা হেরে যাওয়া থেকে কল্পনায় কেউ গুহার মুখে হাতছানি দিয়ে ডাকে, বলে ভালো থেকো তুমি। বলে- Let It Be. যা চলছে চলুক, জীবন অনেক সহ্যের সীমানা অতিক্রম করেও ফিরে ফিরে আসে সুসাম্যের লোভে।
And when the broken hearted people // Living in the world agree, // There will be an answer, let it be. // For though they may be parted there is // Still a chance that they will see // There will be an answer, let it be. // Let it be, let it be. Yeah // There will be an answer, let it be.
And when the night is cloudy, // There is still a light that shines on me, // Shine on until tomorrow, let it be. // I wake up to the sound of music // Mother Mary comes to me //
 Speaking words of wisdom, let it be. // Let it be, let it be.
There will be an answer, let it be. // Let it be, let it be, // Whisper words of wisdom, let it be

Life is beautiful space journey, spine and smooth motion, somewhere in deep notion of strings, still I feel so unsurprised but spellbound.. Thanks to YouAll